বিস্তারিত বিষয়
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী
[ভালুকা ডট কম : ১৬ মার্চ]
বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ প্রসঙ্গে বলেছেন, ৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ? এটা তো হচ্ছে দর কষাকষি। আপনি (পাকিস্তান) ক্ষমতা দিন না হলে আমি কিন্তু স্বাধীনতা ঘোষণা করব, সেই ভাষণে এমনই দর কষাকষি ছিল।
রিজভী বলেন, সারা পাকিস্তানের কাঠামোর মধ্যে আপনি (শেখ মুজিব) প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এটা স্বাভাবিক। কারণ আপনার দল জিতেছিল, এটা অন্যায়ের কিছু না। ৭ মার্চের ভাষণে আপনি যে কথা বলেছেন সেই কথাটা নিয়ে আজকে আওয়ামী লীগ বলছে, এর মধ্যেই ছিল ‘স্বাধীনতার সুর’। অথচ এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বার্গেনিং, সম্পূর্ণরূপে বার্গেনিং।
রিজভী আরও বলেন, ৭ মার্চ তিনি (শেখ মুজিব) ভাষণ দিয়েছেন বেশ উদ্দীপনাময়, কিন্তু সেই ভাষণে তো স্বাধীনতার উদ্দীপনার কথা নেই। পাকিস্তানে তিনি সরকার গঠন করবে সেই কথাটাই রয়েছে। তার বাইরে কিছু নেই। এটা নিয়ে যারা কথা বলছেন তারা আত্মপ্রবঞ্চক, আত্মপ্রতারক।মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সব জাতীয় নেতাদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ৭ মার্চের ভাষণে আপনি (শেখ মুজিব) সুস্পষ্টভাবে স্বাধীনতার কথা বলেননি। বরং আপনি বলছেন ক্ষমতা হস্তান্তরের কথা। এ ভাষণে জনগণকে কোনো ডিরেকশন দেয়া হয়নি। যে তোমরা যাও আমরা এখন থেকে স্বাধীনতার জন্য লড়ব। তাদের সঙ্গে আমাদের আর কোনো কথা নেই। তারপরও আপনি তাদের সঙ্গে দিনের পর দিন আলোচনা করেছেন। ভুট্টোর সঙ্গে আলোচনা করেছেন। এরপর ২৩ মার্চ ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা শেষে বলেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে। ওই আলোচনাগুলো কী? ওটা কি বাংলাদেশের স্বাধীনতার আলোচনা, নাকি ক্ষমতা হস্তান্তরের আলোচনা। এটা তো স্পষ্ট করে বলেননি। ওটা তো ক্ষমতা হস্তান্তর। ইয়াহিয়া খান একবার বলেছে যে, ভবিষ্যতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। এই যে বার্গেনিংটা এর মধ্যে স্বাধীনতার কোনো সুস্পষ্ট কথা নেই। নেই বলেই তাদের (আওয়ামী লীগ) মধ্যে এত জ্বালা।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কত চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে, কী ব্যাপার তুমি স্বাধীনতার ঘোষণা করলে কেন? এজন্য আজ আওয়ামী লীগের এত ক্ষোভ, এত জ্বালা। এজন্যই তারা আজ নতুন নতুন ‘তত্ত্ব’ দেয়। এবার বলছে, ২৫ ও ২৬ মার্চ যারা ব্যারিকেড দিয়েছেন তাদেরকে নাকি গুলি করে হত্যা করেছেন জিয়াউর রহমান। আপনার (শেখ হাসিনা) বাবা-ই তো কোনো নির্দেশনা দেননি।
করোনার টিকা প্রসঙ্গে রিজভী বলেন, ভারত সরকার বাংলাদেশে যে টিকা দিয়েছে- তা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। অর্থাৎ এ টিকা নেওয়ার পর আমরা কত লোক মারা যাচ্ছি, কত লোক অসুস্থ হচ্ছি এটা আগে ভারত দেখবে। তারপর তারা সিদ্ধান্ত নেবে। ভারতের এ টিকা থাইল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো ছিল অক্সফোর্ডের তৈরি, আর আমাদের যেটা দিয়েছে সেটা তো ভারতের। যেটা উৎপাদন করেছে ভারত।
তিনি আরও বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি যেহেতু এ টিকার বিরোধিতা করেছি, যৌক্তিকভাবেই করেছি। আমি এ টিকা নেব না। আজকে প্রমাণিত হলো এ টিকার কার্যকারিতা নেই। এ টিকা মরণঘাতী, এ টিকার বিরুদ্ধে সারা দুনিয়া ধিক্কার দিচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
অবশেষে মেরামত করা হচ্ছে নওগাঁর লর্ড লিটন সেতু [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০২১ ০৬.১২ অপরাহ্ন]
-
হেফাজতকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২১ ০৭.৫৯ অপরাহ্ন]
-
করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রধান চ্যালেঞ্জ [ প্রকাশকাল : ০৬ এপ্রিল ২০২১ ০৬.০০ অপরাহ্ন]
-
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২১ ০৩.০০ অপরাহ্ন]
-
টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০১ এপ্রিল ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
১৮ দফা নির্দেশনা মানতে নারাজ বিজিএমইএ ও বিকেএমইএ [ প্রকাশকাল : ৩০ মার্চ ২০২১ ০৬.৩৩ অপরাহ্ন]
-
করোনা সংক্রমণের হার আতঙ্কের বিষয়-জাহিদ মালেক [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২১ ০৫.২০ অপরাহ্ন]
-
নরেন্দ্র মোদির সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেব-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২১ ০৫.৩৪ অপরাহ্ন]
-
মোদিকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২১ ০৭.২০ অপরাহ্ন]
-
সভা-সমাবেশ বন্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি-রিজভী [ প্রকাশকাল : ১৭ মার্চ ২০২১ ০৫.০০ অপরাহ্ন]
-
৭ মার্চের ভাষণ কি স্বাধীনতাযুদ্ধের কোনো আওয়াজ?-রিজভী [ প্রকাশকাল : ১৬ মার্চ ২০২১ ০৪.৩০ অপরাহ্ন]
-
১৭ থেকে ২৬ মার্চ মিছিল-মিটিং করলে রাষ্ট্রদ্রোহী বিবেচনা [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২১ ০৬.১৩ অপরাহ্ন]
-
দেশে করোনাকালে আত্মহত্যা বেড়েছে ৪৪.৩৬ শতাংশ [ প্রকাশকাল : ১৩ মার্চ ২০২১ ০৪.১৭ অপরাহ্ন]
-
নারী নির্যাতনের তালিকায় বাংলাদেশর অবস্থান ১৬তম [ প্রকাশকাল : ১১ মার্চ ২০২১ ০৬.০৮ অপরাহ্ন]
-
বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ছে [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২১ ০৬.৩০ অপরাহ্ন]