তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মদনে কিশোরী ধর্ষণের মামলায় সহযোগি গ্রেপ্তার

মদনে কিশোরী ধর্ষণের মামলায় সহযোগি গ্রেপ্তার   
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
নেত্রকোনার মদনে ধর্ষণে অন্ত:সত্ত্বা কিশোরী মায়ের মামলায় ধর্ষণের সহযোগি ঝরিনা আক্তারকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামে মেয়ের শ্বশুরালয়ের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর দেওয়ান পাড়া গ্রামে ধর্ষক আজিজুল হকের স্ত্রী। রোববার গ্রেপ্তারকৃত নারীকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।শুক্রবার ২৩ এপ্রিল সকালে ধর্ষক আজিজুল ও তার স্ত্রী ঝরনার বিরুদ্ধে  একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভিকটিমের মা।

জানা যায়,ফতেপুর দেওয়ান পাড়া গ্রামের ২ সন্তানের জনক লম্পট আছেন আলীর  ছেলে আজিজুল জোড় পূর্বক কিশোরী মেয়েটি একাধিক বার ধর্ষণ করায় অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের কিছু মাতাব্বর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ভিকটিমের পরিবার লোক লজ্জ্বায় থানায় না আসায়  পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে তাকে নিয়ে আসে। শুক্রবার মা বাদী হয়ে ধর্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি দায়ের করে।  শনিবার গভীর  রাতে ধর্ষণের সহযোগি ধর্ষকের স্ত্রী জরিনা আক্তারকে তাড়াইল উপজেলার জাওয়ার গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম বলেন,ধর্ষণের সহযোগি ধর্ষকের স্ত্রী আসামী ঝরিনাকে পাশের উপজেলা তাড়াইল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্ষক আজিজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ আমি ফতেপুর দেওয়ানপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই