বিস্তারিত বিষয়
আবার দেখা হবে
আবার দেখা হবে
[ভালুকা ডট কম : ২০জুন]
আবার দেখা হবে বকুল তলায়,
সবুজ ঘাসের বুকে থাকবে ঝড়া বকুলের চাদর,
তার চারপাশে থাকবে বকুলের সুরভী,
আর আমার হাতে থাকবে তুমার দেয়া বকুল ফুলের সেই শুকনো মালা।
আবার দেখা হবে ১লা বৈশাখে-
আমি পরবো লাল পাড়ের সাদা শাড়ি,তুমার হাতে থাকবে বেলী ফুলের মালা,
আমি জানি এই মালাটা আমার চুলের শূন্য খোঁপায় জড়িয়ে দেয়ার জন্যই আনা।
জানি দেখা হবে আবার চৈত্রের খরাদীপ্ত দুপুরের ব্যস্ত শহরের রাস্তায়,
জানতে চাইবো না কেমন আছো? শুধু তাকিয়ে দেখবো,
তুমার চুলগুলো কি এখনও কালো আছে!
আবার দেখা হবে পুরোনো সেই কফি হাউজে,
বলবো না কি খাবে?
শুধু দেখবো তুমি কি এখনও সেই লাল ফ্রেমের চশমাটা পরো!
জানি আবার দেখা হবে পদ্মার চড়ে,
চারপাশে ঘিরে থাকবে পদ্মার জল,
তার মাঝখানে বালুচড়ে তুমি- আমি মুখোমুখী দাড়িয়ে,
কোন কথা হবে না,হবে শুধু স্মৃতিচারণ
আর থাকবে চোখে নোনা বৃষ্টির জল।
আবার দেখা হবে মরণের ঐ পাড়ে,
সেদিন ক্ষমা চেওনা গো তুমি
পারবো না করতে তুমায় ক্ষমা আমি।
বার্তা প্রেরক,লেখিকা
শারমিন আক্তার ছন্দা
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ
-
কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০২০ ০৯:৩৯ অপরাহ্ন]
-
কঠিন জ্বর ২/৩দিন ধরে ঘুম নেই আবোলতাবোলে চলি [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২০ ০৩:৫৯ অপরাহ্ন]
-
আমার একটা কলম আছে [ প্রকাশকাল : ০২ এপ্রিল ২০২০ ০৫:৪০ অপরাহ্ন]
-
নান্দাইলে ‘দুঃখ বহর কাব্য’ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারী ২০২০ ০৬:৪০ অপরাহ্ন]
-
কক্সবাজারে দু’দিনব্যাপী কবিতার শান্তিযাত্রা [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২০ ০৪:০০ অপরাহ্ন]
-
সংস্কৃতির আত্মানুসন্ধানে পহেলা বৈশাখের অগ্রযাত্রা [ প্রকাশকাল : ০৯ এপ্রিল ২০১৯ ১০:০০ অপরাহ্ন]
-
সবিতা গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে আসছে ১০৪ বছর [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০১৯ ০৭:১১ অপরাহ্ন]
-
ঢেউয়ের মিনার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩:৩০ অপরাহ্ন]
-
নীনার “এসো বঙ্গবন্ধুকে জানি” বইয়ের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০৭:০০ অপরাহ্ন]
-
নান্দাইলে কবি আব্দুল হান্নান ইউজেটিক্সকে সংবর্ধনা [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০১:০০ অপরাহ্ন]
-
এক গুচ্ছ রোমান্টিক কবিতা [ প্রকাশকাল : ২৬ জুলাই ২০১৮ ০৮:৩০ অপরাহ্ন]
-
রূপসী নান্দাইল সাময়িকীতে প্রকাশের জন্য লেখা আহ্বান [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০১৮ ১০:৪৩ অপরাহ্ন]
-
সেই ছেলেটা [ প্রকাশকাল : ৩০ জুন ২০১৮ ১০:০০ অপরাহ্ন]
-
স্বার্থপর [ প্রকাশকাল : ২৯ জুন ২০১৮ ০৫:৩০ অপরাহ্ন]
-
আবার দেখা হবে [ প্রকাশকাল : ২০ জুন ২০১৮ ০২:০০ অপরাহ্ন]