তারিখ : ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

এক গুচ্ছ রোমান্টিক কবিতা

এক গুচ্ছ রোমান্টিক কবিতা
[ভালুকা ডট কম : ২৬ জুলাই]
"এসাথে"
কিরণমালীর বিন্দু গুলো
 প্রভাতকে করে রূপসী
ইন্দু তেমন বাঁকিয়ে আলো
তমঃ কে করে রবি।

জলধি জাঁকাল
সৈকতে লহরী
তোমার পরশ,
তোমার চোখে
আমার অবনী।

কুমুদ প্রসূন
একাই এক কূল
তুমি যেমন আমারি!

ললাট গিরি,
জমকালো খুশি
স্রষ্টা তুমি রেখ এমন
যেমন এক সাথে আছি।

"প্রপ্রেম"
নীরদ অন্তরীক্ষ
ভয় পাও,
দামিনীর ভয়ে যেমন
লুকাও তুমি কামিনী
বৃষ্টি ও যেন আমার লাগে রমনী!

তোমার নুপুরের বিকল্প
হিসাবে আমি শুধু
বৃষ্টির শব্দ শুনি।

চুল থেকে তোমার
ফোটায় ফোটায় পড়া
উদক গুলো জমিয়ে আবার
চুলের গন্ধ শুঁকি।

চোখকে আমার আয়না বানিয়ে
তুমু যেমন ঠিক করো
মাথার সেথী,
মুখের প্রাবরণ সরিয়ে নিলেই
আমি আবার প্রথম থেকে
তোমার প্রেমে পড়ি।

"অবিনাশীভাবাসা"
ভূধর থেকে ক্ষিতি
ঝর্ণা ধারার আছে উপবিধি
বিস্ময়কর অভিনবের
তোমার নেই অনুবিধি!

বুকের প্রসন্নতা
নজির ভেঙ্গেছে
তুমিহীনা অতিতের
যত রেকর্ড!
প্রখ্যা পেয়েছে প্রেম
আমার,
ভুলেগেছি যত মেহনত!

অবিনাশী ভালবাসা
আদি হতে আধুনিকতা
অকৃতিম প্রেম
দুই হৃদয়ের একই ঈপ্সা!

অভিমানী যত কর অভিমান
ফুরাবেনা প্রেম, এ ভালবাসা
অভীক, অফুরান।

রুবাইত হাসান
২৬-০৭-১৮
বৃষ্টি ঝরা বিকেল
উত্তরা, ঢাকা।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই