বিস্তারিত বিষয়
শেকলে বাঁধা মৌসুমী এখন স্বাভাবিক জীবনে
এমপির উদ্যোগে শেকলে বাঁধা মৌসুমী এখন স্বাভাবিক জীবনে
[ভালুকা ডট কম : ২৭ অক্টোবর]
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের হতদরিদ্র আব্দুল খালেকের মেয়ে মৌসুমী আক্তার(১৪)। অভাব আর দারিদ্রতার মধ্যেও বেড়ে উঠছিল। চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করেছিল। বাবার দন্যদশা ও বনিবনা না হওয়ায় মা হয়েছিলেন সংসার ত্যাগী। দারিদ্রতার কষাঘাতে সমাজব্যবস্থায় পিষ্ট মৌসুমী মায়ের অভাব মেনে নিতে পারছিলেন না। কান্নাকাটি করতে করতে একটি সময় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাই পায়ে পড়েছিল শেকল। তিন বছর ধরে শেকল বন্দি ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে ভুগছিলেন মেয়েটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে সংবাদটি পৌছে গাজীপুর-৩আসনের সাংসদ গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের কাছে। তিনি এই কিশোরীর চিকিৎসার দায়িত্ব নেন। স্থানীয় সাংসদের উদ্যোগে গাজীপুর ও রাজধানীর ঢাকায় চিকিৎসা শুরু হয়। আর এতেই কিশোরী মৌসুমী ফিরছে শেকলমুক্ত জীবনে।
গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে এই কিশোরীকে দেখতে স্থানীয় সাংসদ হাজির হন তার বাড়ীতে। এসময় কিশোরীর পরিবারকে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন, আওয়ামীলীগের রাজনৈতিক দর্শনই হচ্ছে মানবিক হওয়া ও মানুষের পাশে দাড়ানো। বঙ্গবন্ধু আমাদের আদর্শ হিসেবে সে শিক্ষা দিয়ে গেছেন। আর দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সে পথ দেখিয়ে যাচ্ছেন। আমাদের সভ্য সমাজে কোন মানুষের পায়ে শেকল থাকতে পারেনা। বিষয়টি দেখে আমি থমকে গিয়েছিলাম। তাই গত ০৪আগষ্ট শিশুটির চিকিৎসার দায়িত্ব নেই। চিকিৎসায় মেয়েটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছে এটা আমাদের সবার জন্য একটি ভালো খবর। তিনি আরো বলেন, মেয়েটিকে সুস্থ করেই শুধু তার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। তিনি এই মেয়েটিকে একজন সাবলম্ভী নারী হিসেবে গড়ে তোলারও দায়িত্ব নিয়েছেন।
মৌসুমীর বাবা আব্দুল খালেক বলেন, তার দুই মেয়ে। মৌসুমী বড়। দারিদ্রতার কারণে তার স্ত্রী চলে যাওয়ায় কান্নকাটি করে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে তাকে শেকলে বেধে রাখতে হয়েছিল। অভাবের কারণে তার চিকিৎসাও করানো যাচ্ছিল না। অবশেষে স্থানীয় সাংসদের উদ্যোগে চিকিৎসার পর তার মেয়ে সুস্থ হয়ে উঠছে। শেকলও খুলে দেয়া হয়েছে। তার মেয়েকে লেখাপড়া করিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্নও তিনি এখন দেখতে পারছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রনয় ভূষন দাস বলেন, স্থানীয় সাংসদের উদ্যোগে এই কিশোরীর চিকিৎসা প্রথমে গাজীপুর ও ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে করা হয়। সেখানে ১৯দিন চিকিৎসার পর তার উন্নতি হওয়ায় তাকে বাড়ীতে পাঠানো হয়। সে বর্তমানে ৭০ভাগের উপর সুস্থ হয়েছে,চিকিৎসকের ফলোআপে রয়েছে সে। এখন আর তাকে শেকলে বেঁধে রাখতে হয় না। তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার স্থানীয় সাংসদ বহন করেছেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ
-
হাসপাতালে জম্মের পর মৃত, বাড়িতে নেওয়ার পর কান্না [ প্রকাশকাল : ০৩ জুন ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]
-
বৃদ্ধা রাবেয়ার কপালে জোটেনি সরকারের কোন ভাতা [ প্রকাশকাল : ০৮ মে ২০২২ ০৭.৪০ অপরাহ্ন]
-
নওগাঁয় স্ত্রীকে নির্যাতন,নষ্ট হয়েছে ৫মাসের সন্তান [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২২ ০৪.২০ অপরাহ্ন]
-
সখীপুরে গত এক বছরে ৫৭৮টি বিয়ের বিচ্ছেদ [ প্রকাশকাল : ০৭ মার্চ ২০২২ ০৭.০৭ অপরাহ্ন]
-
নিজের বাল্যবিয়ে বন্ধ করলো ৯ম শ্রেণির শিক্ষার্থী [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০২২ ০৮.৩০ অপরাহ্ন]
-
নওগাঁর ব্যালে বালিকা ইরা [ প্রকাশকাল : ২৮ জানুয়ারী ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
গৌরীপুরে রোকেয়া দিবসে সম্মানা পেল তিন নারী [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০২১ ০৩.৫০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে নারী জয়িতাদের সংবর্ধনা [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০২১ ০৩.৩৩ অপরাহ্ন]
-
রাণীনগরের খট্টেশ্বের প্রথম নারী চেয়ারম্যান রূমকি [ প্রকাশকাল : ২৭ নভেম্বর ২০২১ ১০.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ [ প্রকাশকাল : ০৪ নভেম্বর ২০২১ ০৫.০৭ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে জুয়া খেলায় বাঁধা দেয়ায় হামলা আহত ৩ [ প্রকাশকাল : ৩১ অক্টোবর ২০২১ ০৫.০৭ অপরাহ্ন]
-
শিশুর ডায়াপার ব্যবহারের নিয়ম [ প্রকাশকাল : ২৮ অক্টোবর ২০২১ ১১.৩০ অপরাহ্ন]
-
নান্দাইলে গ্রামীন নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন [ প্রকাশকাল : ২৮ অক্টোবর ২০২১ ০৬.২০ অপরাহ্ন]
-
শেকলে বাঁধা মৌসুমী এখন স্বাভাবিক জীবনে [ প্রকাশকাল : ২৭ অক্টোবর ২০২১ ০৫.০৭ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে ব্রেস্ট ক্যান্সার শীর্ষক সেমিনার [ প্রকাশকাল : ২৬ অক্টোবর ২০২১ ০৭.৩০ অপরাহ্ন]