বিস্তারিত বিষয়
ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত,বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত,বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
[ভালুকা ডট কম : ১১ অক্টোবর]
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলেরই হোক। তবে ওবায়দুল কাদেরের অভিযোগ, এবার ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।আজ (রোববার) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির এক অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।
গত কয়েকদিনে রাজধানীতে বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বর্তমান সরকারের দুঃশাসন ও বিচারহীনতার কারণেই দেশে নারী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ‘মহামারী’ লেগেছে।
গতকাল রাজধানীর শাহবাগে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারের নীতি নির্ধারক মহল থেকে যখন প্রশ্ন তোলা হয়- কোন্ দেশে ধর্ষণ নেই? তখন ধর্ষণকারীদেরই প্রশ্রয় দেওয়া হয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এরকম আর একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দেশের বিশিষ্ট নাগরিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ষকদের ফাঁসি নয়, তাদের দীর্ঘমেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া উচিত।তবে দেশের বিশিষ্ট মানবাধিকার সংগঠক নুর খান বলেছেন, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ, পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত কার্য সম্পন্ন এবং বিচারের নামে কালক্ষেপন না হলেই এরকম অপরাধের উপযুক্ত বিচার সম্ভব।
এদিকে, দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে আজকেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও শিক্ষাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-ছাত্র-আইনজীবী, সংস্কৃতিক কর্মী ও নারী সংগঠনসহ নাগরিক সমাজের নানা পেশার মানুষ। এসব সমাবেশ থেকে সরকার, প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থা সম্পর্কে বক্তারা তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ওদিকে, দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিবৃতিতে ‘অত্যন্ত উদ্বেগে’র সাথে লক্ষ্য করা হয়েছে, সরকার ও রাষ্ট্রের সর্বোচ্চ সদিচ্ছা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তৎপর রয়েছে। জনগণের প্রত্যাশাকে কৌশলে ভিন্নখাতে প্রবাহিত করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গোষ্ঠী ও দলগত হীন স্বার্থ চরিতার্থ করতে পায়তারা করছে তারা।
এ পরিস্থিতিতে, দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে এবং উন্নয়নের চলমান ধারাকে অব্যাহত রাখতে রাষ্ট্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড সতর্কভাবে পরিহারের জন্য সংশ্লিষ্ট সকলকে সবিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষ।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জাতীয় বিভাগের অন্যান্য সংবাদ
-
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০২১ ০৬:২৯ অপরাহ্ন]
-
যাত্রী সংকটে ৪ রুটে বিমানের ফ্লাইট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত [ প্রকাশকাল : ১৩ জানুয়ারী ২০২১ ০৬:১০ অপরাহ্ন]
-
পরিস্থিতি ভালো হলে জানুয়ারিতে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ৩১ ডিসেম্বর ২০২০ ০২:১৩ অপরাহ্ন]
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা সফরে আসছেন [ প্রকাশকাল : ২২ ডিসেম্বর ২০২০ ০৫:১৮ অপরাহ্ন]
-
নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন [ প্রকাশকাল : ১১ ডিসেম্বর ২০২০ ০৮:২৬ অপরাহ্ন]
-
করোনা কালে স্বাস্থ্যখাতে দুর্নীতির নতুন মাত্রা-টিআইবি [ প্রকাশকাল : ১১ নভেম্বর ২০২০ ০৫:০৫ অপরাহ্ন]
-
হুইপ ইকবালুর রহিমের সাথে প্রজ্ঞা ও আত্মা’র সাক্ষাত [ প্রকাশকাল : ০১ নভেম্বর ২০২০ ০৪:৩৬ অপরাহ্ন]
-
‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন [ প্রকাশকাল : ২৫ অক্টোবর ২০২০ ০৫:৪৪ অপরাহ্ন]
-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিতদের আন্দোলন [ প্রকাশকাল : ১৩ অক্টোবর ২০২০ ০১:৩৭ অপরাহ্ন]
-
বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এখন মৃত্যুদণ্ [ প্রকাশকাল : ১২ অক্টোবর ২০২০ ০৫:৪০ অপরাহ্ন]
-
ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত,বিভিন্ন মহলের প্রতিক্রিয়া [ প্রকাশকাল : ১১ অক্টোবর ২০২০ ০৫:৪৪ অপরাহ্ন]
-
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল রাজধানী [ প্রকাশকাল : ১০ অক্টোবর ২০২০ ০২:১০ অপরাহ্ন]
-
রাজধানীতে আজও সৌদি প্রবাসীদের বিক্ষোভ,সমাবেশ [ প্রকাশকাল : ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:২২ অপরাহ্ন]
-
টিকিটের দাবিতে রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৩০ অপরাহ্ন]
-
করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা প্রধানমন্ত্রীর [ প্রকাশকাল : ১৭ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪২ অপরাহ্ন]