বিস্তারিত বিষয়
সখীপুরে ভোটকেন্দ্র বহালের দাবিতে আবেদন
সখীপুরে ভোটকেন্দ্র বহালের দাবিতে সহস্রাধিক ভোটারের স্বাক্ষরিত আবেদন
[ভালুকা ডট কম : ১৪ সেপ্টেম্বর]
টাঙ্গাইলের সখীপুরে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ঠিক রাখার দাবি জানিয়ে ওই ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের স্বাক্ষরিত টাঙ্গাইল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াদুদ জামান ভোটারদের পক্ষে এ আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রত্তি উপজেলা ৬নং কালিয়া ইউনিয়ন ভেঙে কালিয়া ও প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন নাম করণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান উপজেলা নির্বাহী অফিসার। এতে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন পরিষদের গণশুনানির রায়ে মনোনিত ২নং ওয়ার্ড চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির নাম স্থগিত করে অযৌক্তিকভাবে সুলতান নগরে একটি বেসরকারী কিন্ডারগার্টেনকে ভোট কেন্দ্র করে প্রস্তাব পাঠানো হয়। যা সম্পূর্ণ বনবিভাগের জমির ওপর নির্মিত। ইতোমধ্যেই ওই কিন্ডারগার্টেনটি উচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছে সাগরদিঘী বিট কর্মকর্তা। ওই আবেদনে এলাকার সর্বসাধারণ গণশুনানির রায়ে নির্ধারিত চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বহাল করার জোর দাবি জানান।
এ ব্যাপারে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন বিভক্তির প্রস্তাব পাঠাবার আগেই কুতুবপুর বাজারে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোর নামকরণের বিষয়ে হাজারো মানুষের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হয়। ওই গণশুনানীর রায়ে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়। পরবর্তীতে এ কেন্দ্রটি পরির্বতন করা যুক্তিসংগত হয়নি।
কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াদুদ জামান বলেন, চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ঠিক রাখার যৌক্তিক দাবি জানিয়ে ওই ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের স্বাক্ষরসহ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ ও কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল একই সুরে চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বহাল রাখার দাবি জানান।
সাগরদিঘী বিট কর্মকর্তা সিদ্দিক হোসেন বলেন, কিন্ডারগার্টেনটি বনবিভাগের জমির ওপর গড়ে উঠেছে। অচিরেই সেটি উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হবে। আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ওই দুইটি ইউনিয়ন , ভোটার তালিকা ও ওয়ার্ডগুলোর নামকরণের গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনের সময় ভোটকেন্দ্র মনোনিত করবেন নির্বাচন কর্মকর্তা এতে আমার কিছু করার নেই।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ
-
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন [ প্রকাশকাল : ৩০ মে ২০২২ ০৬.০৩ অপরাহ্ন]
-
নওগাঁতেও শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম [ প্রকাশকাল : ২০ মে ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপ [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২২ ০৫.১৮ অপরাহ্ন]
-
বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২২ ১২.০২ অপরাহ্ন]
-
পত্নীতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ [ প্রকাশকাল : ২৩ ফেব্রুয়ারী ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]
-
নান্দাইলে ১১ ইউপি চেয়ারম্যান ও সদস্য শপথ গ্রহন [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২২ ০৫.১৫ অপরাহ্ন]
-
নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচন [ প্রকাশকাল : ০২ ফেব্রুয়ারী ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে পুন: ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ১৭ জানুয়ারী ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
মনপুরায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন [ প্রকাশকাল : ১৪ জানুয়ারী ২০২২ ০৫.০৬ অপরাহ্ন]
-
পত্নীতলার চারটি ইউনিয়নের ফলাফল স্থগিত [ প্রকাশকাল : ০৬ জানুয়ারী ২০২২ ০৬.৪০ অপরাহ্ন]
-
নান্দাইলে চেয়ারম্যান পদে নৌকা ৫ বিদ্রোহী ৬ [ প্রকাশকাল : ০৬ জানুয়ারী ২০২২ ০৬.৩৪ অপরাহ্ন]
-
পত্নীতলায় ইউপি নির্বাচনে সহিংষতায় প্রায় ৩০জন আহত [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
শ্রীপুরের সুষ্ঠ নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন [ প্রকাশকাল : ০৩ জানুয়ারী ২০২২ ০৪.০৭ অপরাহ্ন]
-
তজুমদ্দিন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ [ প্রকাশকাল : ৩০ ডিসেম্বর ২০২১ ০২.১০ অপরাহ্ন]
-
আত্রাইয়ে নৌকার ভরাডুবি নৌকা-২ ও স্বতস্ত্র-৬ [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২১ ০৫.৪৩ অপরাহ্ন]