বিস্তারিত বিষয়
মনপুরা নৌ রুটে ফেরি চালু সময়ের দাবি
মনপুরা নৌ রুটে ফেরি চালু সময়ের দাবি
[ভালুকা ডট কম : ২৪ মে]
সকাল ১০ টায় সী-ট্রাকে চড়ে রওয়ানা হলে বিকেল ৪ টায় জেলা শহরে পৌছা যায়। ততক্ষণে বিভিন্ন সরকারি দপ্তর, অফিস-আদালত, কোর্ট-কাচারি সব বন্ধ হওয়ার পথে। প্রয়োজনীয় কাজ সারতে জেলা শহরে থাকতে হয় আরো একরাত। সময় ও খরচ বেড়ে যায় দ্বিগুন। যেখানে মাত্র ৩০০ টাকায় রাজধানী ঢাকায় পৌছা যায় সেখানে জেলা শহরে যেতে খরচ হয়ে যায় ৫০০ টাকা। যেখানে রাজধানীতে যেতে ব্যবহার হয় একটিমাত্র যানবাহন সেখানে জেলা শহরে যেতে পাল্টাতে হচ্ছে অন্তত ৫ টি যানবাহন। তাছাড়া নদীপথ, স্থলপথ, সী-ট্রাক, রিক্সা, মটরসাইকেল, সিএনজি ও বাসের ঝক্কিঝামেলাতো আছেই।
এমন একটি জনপদের কথা বলছি; যে জনপদটি জেলা শহর থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন। দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। চারদিকে উত্তাল মেঘনা নদী বেষ্টিত একটি দ্বীপ। হ্যাঁ। বলছি, ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরার কথা।৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে দেড় লক্ষ মানুষের বসবাস। ১৯৮৩ সালে উপজেলায় উন্নিত হওয়ার পর থেকে ভৌগলিক অবস্থানগত কারনে আধুনিক নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে এই উপজেলার মানুষ।
একবিংশ শতাব্দিতে এসে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের আংশিক উন্নতি হলেও এই উপকূলের মানুষ রয়ে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন। আধুনিক চাহিদাগুলোর অন্যতম-যোগাযোগ ব্যবস্থা হলেও এই দ্বীপের মানুষের একমাত্র ভরসা নদী পথ। আর সেই নদী পথে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও হয়নি উল্লেখযোগ্য কোন উন্নয়ন।
একটিমাত্র সরকারি সী-ট্রাকই ভরসা এই দ্বীপের সকল পেশার মানুষের। প্রতিদিন একবার এই সী-ট্রাকটি জেলার পার্শ¦বর্তি উপজেলা তজুমদ্দিনের সাথে যাতায়াত করছে। এতে মন চাইলেই মনপুরা থেকে আপনি জেলা শহর, রাজধানী বা অন্য কোন উপজেলায় যেতে পারবেন না। অপেক্ষা করতে হবে সকাল ১০ টায় পারাপার করা জলযানটির জন্য।
পুরনো জংধরা লক্করঝক্কর সী-ট্রাক দিয়ে নদী পাড়ি দিতে লেগে যায় তিন ঘন্টা। কখনো জোয়ার ভাটার উপর নির্ভর করে লেগে যায় ৪ ঘন্টা। ফের ৩ টায় তজুদ্দিন ঘাট থেকে ছেড়ে মনপুরায় এসে পৌছায় সন্ধ্যা ৬ টা অথবা ৭ টায়। এছাড়া স্বশরিরে পারাপারের ব্যবস্থা থাকলেও কোনপ্রকার যানবাহন নিয়ে যাতায়াত সম্ভব হচ্ছে না। একই জলযানে যাত্রী ও মালামাল দুটোই বহন করতে হচ্ছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যানবাহন পারাপারের জন্য মনপুরা থেকে ফেরি চালুর দাবি ছিলো দীর্ঘদিনের। ফেরি সংকট বা অজানা কারনে দ্বীপের মানুষের এই স্বপ্ন-স্বপ্নই রয়ে গেছে।
বরিশালের দপদপিয়া সেতু, পটুয়ালীর লেবুখালী সেতু, সর্বশেষ পদ্মাসেতু নির্মানের মাধ্যমে মনপুরায় ফেরি চালুর সেই স্বপ্ন ধীরে ধীরে আলোর মুখ দেখাচ্ছে। এইসব রুটে অব্যবহৃত ফেরিগুলো হতে পারে মনপুরার মানুষের স্বপ্নের বাহন।
এদিকে মনপুরার সাথে ফেরী যোগাযোগ না থাকায় বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে উপজেলাবাসিকে। সরকারি দপ্তর, অফিস-আদালত, চাকরিজীবি, ব্যবসায়ী ও জনসাধারন নানাবিধ ক্ষতির সম্মুখিন হচ্ছেন। ফেরি যোগাযোগ বা যাতায়াতের ব্যবস্থা না থাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের চিঠিপত্রসহ বিভিন্ন প্রয়োজনিয় ফাইল আদানপ্রদানে সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়াও জেলা শহর বা রাজধানী ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বিভিন্ন সমস্যা পোহাচ্ছেন ব্যবসায়ীরা। উপজেলায় দেশের নামিদামি কোম্পানিসহ সকল কোম্পানির পরিবেশক থাকাসত্বেও কোম্পানির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে পন্য। কোম্পানির গাড়িগুলো সরাসরি মনপুরায় না আসায় পন্য পরিবেশনে অধিক খরচ হচ্ছে। তাই ব্যবসায়ীরা নিরুপায় হয়ে বেশি দামে পন্য বিক্রি করতে হচ্ছে। এতে প্রায়সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে নেতিবাচক প্রভাবসহ বাকবিতন্ডায় জড়াতে দেখা যাচ্ছে।
এমতাবস্থায় মনপুরার মেঘনা নৌ রুটে ফেরি চালু করা এখন সময়ের দাবি। এই রুটে ফেরি চালু হলে খুলে যাবে আধুনিক যোগাযোগের দ্বার। উন্মোচিত হবে নতুন স্বপ্নের দিগন্ত। সৃষ্টি হবে জেলা শহর বা রাজধানী ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এই অবহেলিত দ্বীপের মানুষের অভূতপূর্ব এক মেলবন্ধন। লাগব হবে পারাপারের বিরক্তিকর এই ঝক্কিঝামেলা। কম সময়ে, কম খরচে জেলা শহর বা ঢাকায় গিয়ে কাজ শেষ করে দিনাদিন শান্তির নীড়ে ফিরে আসতে পারবে বিচ্ছিন্ন এই দ্বীপের বাসিন্দারা।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ
-
নান্দাইলে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত [ প্রকাশকাল : ১০ ডিসেম্বর ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে ৮ বছর কর্মস্থলে অনুপস্থিত সহকারী সার্জন [ প্রকাশকাল : ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
বিপাকে নওগাঁর চাল ব্যবসায়ীরা [ প্রকাশকাল : ১২ আগস্ট ২০২২ ০৭.০৮ অপরাহ্ন]
-
নওগাঁয় ভিজিএফ,হতদরিদ্রদের সুবিধা হরিলুট [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নান্দাইলের চর ভেলামারীতে বালু সিন্ডিকেট তৎপর [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০৪ অপরাহ্ন]
-
নওগাঁয় ভুর্তকির কৃষিযন্ত্র নিতেও ঘুষ দিতে হয় [ প্রকাশকাল : ২৫ জুলাই ২০২২ ০৫.০৭ অপরাহ্ন]
-
রাণীনগরে জরাজীর্ন ভবনে চলছে ইউপির কার্যক্রম [ প্রকাশকাল : ২৬ জুন ২০২২ ০৪.০৫ অপরাহ্ন]
-
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত খাবার পাচ্ছে না রুগীরা [ প্রকাশকাল : ০৪ জুন ২০২২ ০৪.০৯ অপরাহ্ন]
-
নওগাঁয় হঠাৎ চালের দাম বেড়েছে গড়ে ১০টাকা [ প্রকাশকাল : ৩০ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
রাজস্ব বাড়লেও আধুনিকতার কোন ছোঁয়াই লাগেনি [ প্রকাশকাল : ২৬ মে ২০২২ ০৬.২০ অপরাহ্ন]
-
মনপুরা নৌ রুটে ফেরি চালু সময়ের দাবি [ প্রকাশকাল : ২৪ মে ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় দিঘী সংস্কারের নামে অবৈধভারে বালি উত্তোলন [ প্রকাশকাল : ১৫ মে ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
শ্রীপুরে ব্রীজ নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে মানুষ [ প্রকাশকাল : ২৫ এপ্রিল ২০২২ ০৭.১০ অপরাহ্ন]
-
নওগাঁয় বিলুপ্তির পথে ১০০ বছরের পুরোনো মন্দির [ প্রকাশকাল : ২১ এপ্রিল ২০২২ ০৬.৩৬ অপরাহ্ন]
-
ঈদযাত্রায় সিরাজগঞ্জের নলকায় বড় যানজটের আশঙ্কা [ প্রকাশকাল : ১৭ এপ্রিল ২০২২ ০৬.০০ অপরাহ্ন]