তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

ভালুকায় জেলা আওয়ামীলীগ নেতা ওয়াহেদ এর নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
[ভালুকা ডট কম : ০৯ নভেম্বর]
দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে ভালুকা বাসস্টেন্ড ওয়াহেদ টাওয়ার থেকে সহশ্রাধিক মটর সাইকেলের বহর নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মটর সাইকেলের ওই বহরটি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষীন শেষে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে মিলিত হন।

ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন আহ্মেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামসুল হক মনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, অন্যান্য এর মাঝে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, পৌর আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার , সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা নূরে আলম জিকু ও উপজেলা ছাত্রলীগ ইফতেখার আহমেদ সুজন প্রমুখ্য।

সভাবেশ শেষে ডাকাতিয়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব এম এ ওয়াহেদ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের পক্ষ থেকে আলহাজ্ব এম এ ওয়াহেদকে গণসংবর্ধনা দেওয়া হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই