বিস্তারিত বিষয়
হয়ত তোমাকে বলার ছিল -(হাজী সানি)
হয়ত তোমাকে বলার ছিল -(হাজী সানি)
[ভালুকা ডট কম : ১২ নভেম্বর]
কত গুলো বসন্ত এল আর বিদায় নিল এখন আর তা হিসাব করি না আর মনেও করতে চাই না সব কিছুতেই পোরাতন পোরাতন একটা গন্ধ লেগে গেছে তারপরও এখনও প্রবাসী জীবনটাকে ঠিক ঠাক মত বুঝতে পারছিনা আজও কিন্তু এত পোরাতন গন্ধের মাঝেও তোমার গন্ধটা অনেক বেশি মনে পড়ে......
যখন তোমাকে মনে পড়ে প্রচন্ড একটা কষ্ট অনুভব হয় বুকের পাজরে............ আমি জানি তোমার সুখের কাছে আমার এ কষ্ট কিছু না ,আমি জানি আমার এই লেখা তুমি পড়বেনা.........তবুও তোমাকেই আমি লিখছি জানি জবাব দেবেনা.....তবুও তোমাকেই লিখছি কেন লিখছি জানিনা.........হয়ত কিছু বালার ছিল তোমাকে...............................................কিন্তু কি?
তোমার জন্যে এখন আর কষ্ট হয় না পাজরে.....বুকের ভেতর আর কোন দীর্ঘশ্বাস জন্ম নেয় না... নিজেকে নিঃসঙ্গ মনে হয় না একবারও আমি এখন অনেক শক্ত কঠিন কোন পদার্থের মত যার মধ্যে নেই কোন অনুভুতী আমি আসলেই এখন অতীতকে পিছনে রেখে চলে এসেছি অনেকটা পথ.......তবে মাঝরাতে কেন জানি বুক ফেটে কান্না আসে.... ....শুধু মাঝে মাঝে তোমাকে আমার মনে পড়ে............।
হয়ত কিছু বলার ছিল যা বলা হয়নি শত কথার মাঝে হয়ত তাই গিয়ে ছিলাম, হয়ত তোমার ও কিছু বলার ছিল,কিন্তু কি বলার ছিল?
* বিদায় ?
** অপেক্ষা করু ?
*** ভালো থেকো ?
কিছুত বলার ছিল কিন্তু কি ? আজও ................................ হয়ত ?
কেমন আছ তুমি আজ..................................................ভালো থেকো ।
হয়ত তোমাকে বলার ছিল - আমি যত গান শুনি, সব গানের সব সুরে, তোমাকে বলার ছিলো ভা…………………………..।
হয়ত তোমাকে বলার ছিল - শিউলি ঝরা সকালে, উদাসী কোন বিকেলে, একা একা কানে কানে, তোমাকে বলার ছিলো ভা…....................।
হয়ত তোমাকে বলার ছিল - অনেক বলেছি তবু, বলার যা ছিল বলিনি তা, কি করে যে বলি বুঝতে পারিনি , অথচ বলার ছিলো ভা…............।
হয়ত তোমাকে বলার ছিল - না হয় বলতে পারিনাই আমি, তুমিও বললেনা কিছু, তোমার কি কিছু ছিলনা বলার....................?
হয়ত তোমাকে বলার ছিল - কিছু ছিল বলার ........ তোমায় থেক কিছুটা সময় অপেক্ষায় ..................................বলা হলোনা কিছুই,
হয়ত তোমাকে বলার ছিল - তোমাকে ভা…..........................................!!!!
হয়ত তোমাকে বলার ছিল - কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত-সে কথা প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ‘এই ওঠো, আমি, আ…মি…।‘আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে-কথা আমার প্রভুই জানেন।
হয়ত তোমাকে বলার ছিল - আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার প্রভুই জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
খোলা চিঠি বিভাগের অন্যান্য সংবাদ
- নান্দাইল পৌর মেয়র সমীপে এলাকাবাসীর চিঠি [ প্রকাশকাল : ২৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০৭ অপরাহ্ন]
- প্রধান মন্ত্রীর নিকট কালিয়াকৈরে স্কুল ছাত্রী তিন্নির চিঠি [ প্রকাশকাল : ১০ জুলাই ২০১৮ ০৮.০০ অপরাহ্ন]
- প্রধানমন্ত্রীর কাছে মোঃ মঞ্জুর হোসেন ঈসার খোলা চিঠি [ প্রকাশকাল : ১৩ জানুয়ারী ২০১৬ ০৩.১৫ অপরাহ্ন]
- খোলা চিঠি - নান্দাইলের বনাটী গ্রামে গ্রাম্য জুয়ার মেলা বন্ধ করার আবেদন [ প্রকাশকাল : ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৭.১০ অপরাহ্ন]
- খোলা চিঠি,তাড়াইল-নান্দাইল সড়কের সি এন্ড বির জায়গায় অবৈধ হাট [ প্রকাশকাল : ১৬ এপ্রিল ২০১৪ ০৪.০৭ অপরাহ্ন]
- শুভ নববর্ষ ১৪২০ [ প্রকাশকাল : ১৪ এপ্রিল ২০১৩ ০৭.০০ পুর্বাহ্ন]
- হাজী সানির খোলা চিঠি ২০১৩ইং কে [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০১৩ ১২.০০ পুর্বাহ্ন]
- সংবাদ বিজ্ঞপ্তি,দরিয়ানগর কবিতামেলার সর্বশেষ প্রস্তুতি সভা ২৭ ডিসেম্বর [ প্রকাশকাল : ২৬ ডিসেম্বর ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]
- গৌরীপুরে একটি ছেলে পাওয়া গেছে ,ছেলেটি মানুষিক প্রতিবন্ধী [ প্রকাশকাল : ২২ ডিসেম্বর ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]
- নান্দাইল থানা শতবর্ষ উদযাপন উৎসব [ প্রকাশকাল : ১৭ ডিসেম্বর ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]
- খোলা চিঠি,মাননীয় এম পি এডঃ রহমত আলী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি [ প্রকাশকাল : ১৭ ডিসেম্বর ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]
- হয়ত তোমাকে বলার ছিল -(হাজী সানি) [ প্রকাশকাল : ১২ নভেম্বর ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]
- মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি [ প্রকাশকাল : ২৮ জুলাই ২০১২ ১২.০০ পুর্বাহ্ন]