বিস্তারিত বিষয়
সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে-ন্যাপ
সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে-ন্যাপ
[ভালুকা ডট কম : ০৫ আগস্ট]
গত বছরের মত এবারও চামড়া শিল্প রক্ষায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গত কয়েক বছর ধরে সরকারের ভূলনীতির কারণে সিন্ডিকেট চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাড় করিয়েছে। চামড়া শিল্পকে ধ্বংসে দায়ি সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।বুধবার (৫ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।
তারা বলেন, ভারতের চামড়া শিল্পের বাজার বহুলাংশে পাকিস্তান ও বাংলাদেশের চামড়ার উপর নির্ভরশীল। পাকিস্তান ভারতের সাথে ব্যবসায় বন্ধ করে দেয়ায়, এ বছর ভারতকে বাংলাদেশের চামড়ার উপর অধিক নির্ভরশীল হবার কথা। ফলে বাজার চাহিদানুযায়ী চামড়ার দাম ভালো পাওয়ার কথা। কিন্তু দুবছর যাবত ঘটেছে সম্পূর্ণ উল্টো। গত বছর কোরবানির পশুর চামড়ার দামের যে বিপর্যয় আমরা দেখেছি তার পরও সরকার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।
নেতৃদ্বয় বলেন, গত বছর চামড়ার মূল্য না পেয়ে অনেককে চামড়া মাটিতে পুঁতে ফেলতে দেখা গেছে। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনে ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারায় সর্বস্বান্ত হয়েছেন। এর পেছনে কাজ করেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। অথচ সরকার সেদিকে কোনো নজর দেয় নাই্, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও গ্রহন করে নাই।
তারা বলেন, একসময় ৫০০ টাকায় একটি ভালোমানের দেশী চামড়ার জুতা পাওয়া যেত, তখন কোরবানির গরুর চামড়া ১ হাজার থেকে ২ হাজার টাকায় বিক্রি হতো। এখন ভালো মানের চামড়ার দেশি জুতা ৭-৮ হাজার টাকার নিচে পাওয়া যায় না। কিন্তু এখন গরুর চামড়া ২০-২০০ টাকায় নেমে এসেছে। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে চামড়া পুঁতে, পুড়িয়ে বা নদীতে ফেলে দিয়েছেন। এই প্রবণতা জনপ্রিয় হলে কার কী হবে জানি না, তবে বাংলাদেশের চামড়া শিল্প ধ্বংস হবে এবং বিদেশী কোম্পানির পোয়াবারো।
নেতৃদ্বয় বলেন, চামড়া শিল্প দেশের অর্থনীতির সাফল্যগাথায় স্বীকৃত হতো একসময়। সেই স্বীকৃতির বড় কারণ ছিল কোরবানির পশু হতে প্রাপ্ত চামড়া। মূলত পাট এবং চামড়া শিল্পের ওপর ভিত্তি করেই আমাদের শিল্পভিত্তিক অর্থনীতির গোড়াপত্তন। পাটের কথা আজ ইতিহাস। পাটকলগুলোর যন্ত্রপাতি যখন লুট হয়ে গেলো, চালু করা গেল না বন্ধ পাটকলগুলো। উল্টো বন্ধ হতে লাগলো বাকিসব। তখন থেকেই পাটের মরণদশা শুরু। এখন তো পাট শিল্প সমাহিত। কোরবানির পশুর চামড়া বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মাদ্রাসায় দান করেন বা মাদ্রাসায় বেঁচে দেন। আর এই দান বা বেঁচে দেয়ার কারণ হলো মাদ্রাসাগুলোর এতিমখানা। যে এতিমদের দেখার কেউ নেই, মাদ্রাসার এতিমখানাই তাদের ভরসা। এতিম আমরাও যাদের বাবা কিংবা বাবা-মা দুজনেই গত হয়েছেন। কিন্তু মাদ্রাসার এতিমগুলোর খেয়ে পড়ে বাঁচার অবলম্বনই অন্যের দান-ধ্যান, আর কোরবানির পশুর চামড়া।
ন্যাপ নেতৃদ্বয় আরো বলেন, এ বছরও চামড়ার নির্ধারিত মূল্যের অর্ধেকেরও কম দামে, কোথাও কোথাও নামমাত্র মূল্যে বিক্রি হয়েছে। এমনকি এবারও অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন। এ চামড়ার টাকার সম্পূর্ণ হক দেশের গরিব মানুষ। করোনা এবং বন্যায় বিপর্যস্ত দেশের নিম্নবিত্ত মানুষের কোনো দায়িত্ব নিতে সরকার ব্যর্থ হয়েছে। তার ওপর সিন্ডিকেটের মাধ্যমে কোরবানির পশুর চামড়া থেকেও গরিব মানুষের হক নষ্ট করা হয়েছে।
বার্তা প্রেরক
মো. নুরুল আমান চৌধুরী
দপ্তর সম্পাদক, বাংলাদেশ ন্যাপ
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ
- যশোরে বিএনপি'র ৫২ নেতাকর্মী কারাগারে [ প্রকাশকাল : ৩১ মার্চ ২০২৪ ০৭.১০ অপরাহ্ন]
- নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ১০ নেতা [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২৪ ০৩.১০ অপরাহ্ন]
- নওগাঁয় কারাগারে বিএনপির ৭ নেতাকর্মী [ প্রকাশকাল : ০৫ মার্চ ২০২৪ ০৫.০০ অপরাহ্ন]
- সকল হত্যা-গুমের বিচার করবে বিএনপি [ প্রকাশকাল : ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০১.০০ অপরাহ্ন]
- রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০২.১০ অপরাহ্ন]
- শার্শায় শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধণা [ প্রকাশকাল : ২৮ নভেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- রায়গঞ্জে বিএনপির ৬ নেতাকে গ্রেপ্তার [ প্রকাশকাল : ২২ নভেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- নওগাঁয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ছয়জন গ্রেপ্তার [ প্রকাশকাল : ১৮ নভেম্বর ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
- রাণীনগরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ [ প্রকাশকাল : ০২ নভেম্বর ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
- রাণীনগরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ [ প্রকাশকাল : ০১ নভেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
- নওগাঁয় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২৯ অক্টোবর ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
- যবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন আহত [ প্রকাশকাল : ১৪ অক্টোবর ২০২৩ ০১.০৭ অপরাহ্ন]
- নওগাঁয় সাংসদ জনের সুধী সমাবেশ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৫ অক্টোবর ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
- লালমোহনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া [ প্রকাশকাল : ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১.১৯ অপরাহ্ন]
- লালমোহনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত [ প্রকাশকাল : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০২.২০ অপরাহ্ন]