বিস্তারিত বিষয়
সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্তের প্রয়ানে ন্যাপ'র শোক
সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্তের প্রয়ানে বাংলাদেশ ন্যাপ'র শোক
[ভালুকা ডট কম : ২৫ আগস্ট]
মহান মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম'র প্রয়ানে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় প্রয়াত সি আর দত্তের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।তারা বলেন, দেশমাতৃকায় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী পূর্নগঠন, অবসর পরবর্তী বিভিন্ন সংগঠনের মাধ্যেমে বিভিন্ন অবদান রাখায় জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্ত।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলংয়ের লাবান গভর্নমেন্ট হাইস্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ী বসবাস শুরু করেন। হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৪৪ সালে মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন। পরে খুলনার দৌলতপুর কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হন। পরে এই কলেজ থেকেই বিএসসি পাস করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালংয়ে একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। ওই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন সরকার তাকে পুরস্কৃত করে।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে চার নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে চিত্ত রঞ্জন দত্তকে দায়িত্ব দেন। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিলেটের রশীদপুরে প্রথমে ক্যাম্প বানান তিনি৷ চারপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে চা-বাগান। চা-বাগানের আড়ালকে কাজে লাগিয়ে যুদ্ধের কৌশল নির্ধারণ করে দিতেন। পরবর্তী সময়ে আক্রমণের সুবিধার্থে রশীদপুর ছেড়ে মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৭২ সালে রংপুরে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। এই বিষয়ে চিত্ত রঞ্জন দত্তকে দায়িত্ব দেয় বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তিনি সীমান্ত রক্ষা প্রহরী গঠন করেন এবং নাম দেন বাংলাদেশ রাইফেলস। বর্তমানে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ। চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম মহা-পরিচালক।
এ ছাড়া ১৯৭১-এর পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাকে নানা ধরনের দায়িত্ব পালন করেন সি আর দত্ত। ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি হেড কোয়ার্টার চিফ অব লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ১৯৮২ সালে তিনি পুনরায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এ ছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ
- যশোরে বিএনপি'র ৫২ নেতাকর্মী কারাগারে [ প্রকাশকাল : ৩১ মার্চ ২০২৪ ০৭.১০ অপরাহ্ন]
- নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ১০ নেতা [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২৪ ০৩.১০ অপরাহ্ন]
- নওগাঁয় কারাগারে বিএনপির ৭ নেতাকর্মী [ প্রকাশকাল : ০৫ মার্চ ২০২৪ ০৫.০০ অপরাহ্ন]
- সকল হত্যা-গুমের বিচার করবে বিএনপি [ প্রকাশকাল : ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০১.০০ অপরাহ্ন]
- রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০২.১০ অপরাহ্ন]
- শার্শায় শেখ আফিল উদ্দিনকে গণসংবর্ধণা [ প্রকাশকাল : ২৮ নভেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- রায়গঞ্জে বিএনপির ৬ নেতাকে গ্রেপ্তার [ প্রকাশকাল : ২২ নভেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- নওগাঁয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ছয়জন গ্রেপ্তার [ প্রকাশকাল : ১৮ নভেম্বর ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
- রাণীনগরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ [ প্রকাশকাল : ০২ নভেম্বর ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
- রাণীনগরে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ [ প্রকাশকাল : ০১ নভেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
- নওগাঁয় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২৯ অক্টোবর ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
- যবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন আহত [ প্রকাশকাল : ১৪ অক্টোবর ২০২৩ ০১.০৭ অপরাহ্ন]
- নওগাঁয় সাংসদ জনের সুধী সমাবেশ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৫ অক্টোবর ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
- লালমোহনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া [ প্রকাশকাল : ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১.১৯ অপরাহ্ন]
- লালমোহনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত [ প্রকাশকাল : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০২.২০ অপরাহ্ন]