তারিখ : ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্য

গফরগাঁওয়ে গাঁজা সেবন নিয়ে বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্য
[ভালুকা ডট কম : ২০ এপ্রিল]
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাঁজা সেবন নিয়ে আলা উদ্দিন(৬০)নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ মাদনকারীরা।আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐদিন দিবাগত রাতে আলা উদ্দিনকে প্রতিবেশী হুমায়ুন ও মিঠুন ঘুম থেকে ডেকে নিয়ে যায়।পরে তারা তিনজন এক সঙ্গে বাড়ির পাশে গাঁজা সেবন করে। গাঁজা সেবনের সময়  হুমায়ুন ও মিঠুনের সঙ্গে বৃদ্ধ আলা উদ্দিনের বিবাদ হয়।এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আলা উদ্দিনকে ছুরিকাঘাত করে। এসময় আলা উদ্দিনের ডাক চিৎকারে স্ত্রী খুকি আক্তার এবং বাড়ির লোকজন এগিয়ে আসলে হুমায়ুন ও মিঠুন দৌঁড়ে পালিয়ে যায়।পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহতের স্ত্রী খুকি আক্তার জানান, তাঁর স্বামীর সঙ্গে ধান মাড়াইয়ের কাজ করত হুমায়ুন ও মিঠুন।সে সুবাধে প্রায়ই বাড়িতে আসা যাওয়া ছিল তাদের।ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে  ঘুম থেকে ডেকে নিয়ে স্বামী আলা উদ্দিনকে হুমায়ুন ও মিঠুন হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান,গাঁজা সেবন করা নিয়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই