তারিখ : ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গৌরীপুর পৌরসভায় ৫৫ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা
[ভালুকা ডট কম : ৩০ জুন]
নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৫৫ কোটি ৯০ লাখ ৯  হাজার ৭ শত ৫৪ টাকা ৬২ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২১ লাখ ৯২ হাজার ২ শত ৫০ টাকা। উদ্বৃত্ত্বের পরিমাণ ৬৮ লাখ ১৭ হাজার ৫ শত ৪ টাকা ৬২ পয়সা।বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে  উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশাররফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌরসভার প্যানেল মেয়র (১) নাজিম উদ্দিন, প্যানেল মেয়র (২) দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র (৩) রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ  মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু,  নূর ইসলাম, জিয়াউর রহমান, মো. এমরান, সাদেকুর রহমান, আরিফুল ভুইয়্যা এনাম, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই