তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ছাত্র ইউনিয়নের আয়োজনে স্কুল কনভেনশন

ছাত্র ইউনিয়নের আয়োজনে স্কুল কনভেনশন
[ভালুকা ডট কম : ০১ জুলাই]
ময়মনসিংহের গৌরীপুরে ‘রাষ্ট্রব্যাপী পণ্যদুস্য হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত’ এই শ্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উপজেলা শাখার আয়োজনে ‘স্কুল কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।

কনভেনশনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয়। সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকির, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বাহাউদ্দিন শুভ, উপজেলা কমিটির সাবেক সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।

বক্তারা চলমান বহুধা পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর জোর দাবী জানিয়েছেন। পাশাপাশি ড. খুদরত ই খুদা শিক্ষা ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের তাগিদ জানিয়েছেন তাঁরা।

অনুষ্ঠানে শিক্ষা রিপোর্ট ও ২১ দফা দাবী উত্থাপন করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সদস্য শান্ত দত্ত। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হারুন-আল-বারী, মুজিবুর রহমান ফকির, রিয়াজুল হাসনাত, আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, আবুল কাশেম, নারী নেত্রী মমতাজ বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি শওকত আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক ফারজানা শেখ ঝুমি, সাংগঠনিক সম্পাদক শিপন হৃদয়, ময়মনসিংহ সরকারী কলেজের শিক্ষার্থী নবী হোসেন, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, মোখলেছুর রহমান, উপজেলা কমিটির সহ-সভাপতি অর্ক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সম্পাদক অর্পিতা কবির এ্যানি, এমদাদুল হক, সদস্য প্রীতম, রিজন, সাগরসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই