বিস্তারিত বিষয়
মানুষ মানুষের জন্য
মানুষ মানুষের জন্য
সবার একটু সহযোগিতায় বাঁচতে পারে নওগাঁর গিয়াস উদ্দীন
[ভালুকা ডট কম : ২৮ এপ্রিল]
নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মহল্লার গিয়াস উদ্দিন (৪৩) ব্রেন টিউমারে আক্রান্ত। পেশায় অটোরিক্সা চালক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি । তার অসুস্থতার ফলে দিশেহারা হয়ে মানবেতর জীবন-যাপন করছেন পরিবার। অর্থের কারণে করানো যাচ্ছে না অপারেশনও। তাই স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন তার স্ত্রী লতা বেগম। মৃত ইয়াকুব আলীর বড় ছেলে গিয়াস উদ্দিন। তার মা, স্ত্রী আর দুই মেয়ে নিয়ে বসবাস। গত ৫বছর আগে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন জমানো টাকা দিয়ে। বসত-ভিটা ও ক্ষেতের জমি বলতে কিছুই নেই গিয়াসের। থাকেন অন্যের বাড়িতে ভাড়ায়। গিয়াস এর স্ত্রী লতা বেগম ছাত্রদের মেসে রান্নার কাজ করে কোন রকমে সংসারের হাল ধরেছেন। প্রতিদিন ঔষধ কিনতে খরচ হয় ১০০-১৫০টাকার মত।
গিয়াস উদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারী শুরুর দিকে একদিন সকাল বেলা হঠাৎ করে ছটফট করতে করতে শোবার বিছানা থেকে মেঝেতে পড়ে যান গিয়াস। তারপর পরিবারের সদস্যরা মিলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক গিয়াসকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নিউরোলজী বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেয়। পরে স্থানীয় প্রাইম ল্যাব হাসপাতালে ডা. মুকুল কুমার সরকারকে দেখালে তিনি রাজশাহী পপুলার হাসপাতালে এমআরআই টেষ্ট করাতে বলেন। এমআরআই টেষ্ট করানোর পর রিপোর্টে গিয়াস এর ব্রেন টিউমার ধরা পড়ে। রিপোর্টটি দেখার পর ডা. মুকুল গিয়াসকে কিছু ওষুধ লিখে দেয়। কিন্তু তাতেও কোন উন্নতি না হওয়ার কারনে অসুস্থতা বেড়ে যায় গিয়াসের। যার কারনে গত বছরের শেষের দিকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজী বিশেষজ্ঞ প্রফেসর ফজলুল হকের কাছে গেলে তিনি পূনারায় আবারও আরএমআইসহ বেশ কয়েক টেষ্ট করাতে বলেন। টেষ্ট করোনার পর রিপোর্টগুলো দেখে তিনি জানান, ব্রেন টিউমার গুরুত্বর আকার ধারন করেছে। ঔষধে সাময়িক ভাবে কিছুটা ভালো থাকলেও পুরোপুরি সুস্থ্য হতে অপারেশন করাতে হবে। আর অপারেশন বাবদ খরচ হবে প্রায় ৭লক্ষ টাকা। টাকার অভাবে অপারেশ না করাতে পেরে বর্তমানে গিয়াসের শারীরিক অবস্থা আরো অবনতির দিকে।
গিয়াস উদ্দিনের স্ত্রী লতা বেগম বলেন, আমার স্বামীর কোন বাড়ি, জায়গা-জমি নাই। গত বছর থেকে চিকিৎসা ও ওষুধ কেনার খরচ চালাতে এ পর্যন্ত জমানোসহ অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার স্বামী অসুস্থ হওয়ার পর থেকে আমি ছাত্রদের মেসে রান্নার করে দিয়ে মাসে ৩ হাজারের মত টাকা পাই। আর বাসা ভাড়া দিতে হয় ১৫০০টাকা। প্রতিদিন ১৫০টাকার ঔষধই লাগছে। আত্মীয়-স্বজন ও পরিচিত কাছে থেকে ধার দেনা ও সহযোগিতা নিয়ে ঔষধ খরচ ও সংসার চালাচ্ছি অনেক কষ্ট করে। ডাক্তার দ্রুত অপারেশন করাতে বলেছে, নইলে অবস্থা আরো খারাপ হতে পারে। ৭লক্ষ টাকা লাগবে ব্রেন টিউমারের অপারেশন করাতে। কিন্তু এত টাকা কই পাবো, কিভাবে অপারেশ হবে, এভাবে আর কত দিন সংসার চালাবো, এসব চিন্তা রাত দিন মাথায় ঘুরপাক করছে। ৭লক্ষ টাকার অভাবে আমার স্বামী কি মারা যাবে। আমাদের এই করুণ পরিস্থিতিতে সমাজের যারা বিত্তবান আছেন তাদের কাছে কোরজোড় অনুরোধ করছি, একটু সাহায্য করুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ান, আমার স্বামীকে বাঁচান।
গিয়াস উদ্দিন বলেন, ১৪বছরের মেয়ে, মা ও স্ত্রীকে নিয়ে সংসার। যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা, সেখানে ৭লক্ষ টাকা জোগাড় করে কিভাবে নিজের অপারেশন করবো। আমি বাঁচতে চাই, সমাজের বিত্তবানদের কাছে আমার এই করুণ পরিনতির কথা দয়া করে পোঁছে দেন। আমার পাশে যেন সরকার ও সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ায়। আমি সকলের সহায়তা চাই। আমি চিকিৎসার অভাবে মারা গেলে আমার পরিবার অসহায় হয়ে যাবে, না খেয়ে মারা যাবে। আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই।
নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, ব্রেন টিউমারে আক্রান্ত গিয়াস উদ্দিনের বিষয়ে জানা ছিল না। গিয়াস উদ্দিন বা তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহয়তার জন্য আবেদন করেনি। যদি আবেদন করে, তবে সমাজসেবা অফিসের পক্ষ থেকে তাকে সহায়তা করা হবে। কিন্তু চিকিৎসা বাবদ তার ৭লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা সহয়তা করা আমাদের অফিসের পক্ষে সম্ভব নয়। যেহেতু তিনি ব্রেন নিউমারে আক্রান্ত আমরা তাকে ১০-১৫হাজার টাকার মত সহায়তা করতে পারবো। এর বেশি সম্ভব নয়।
সহায়তার জন্য যোগাযোগ, লতা বেগম (নগদ)-০১৩২-১৪৯০০২২, ভাই নাজমুল হাসান (বিকাশ) ০১৭১৮১০৯০৪০।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ
-
মানুষ মানুষের জন্য [ প্রকাশকাল : ২৮ এপ্রিল ২০২২ ০৯.০০ পুর্বাহ্ন]
-
সিরাজগঞ্জের সলপের ঘোল প্রতিষ্ঠার শত বছর পূর্ণ [ প্রকাশকাল : ২৪ এপ্রিল ২০২২ ০৬.০৪ অপরাহ্ন]
-
বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে পুরুস্কার পেলেন ত্রিশালের রিফাত [ প্রকাশকাল : ২৮ মার্চ ২০২২ ০৫.৪৪ অপরাহ্ন]
-
ত্রিশাল পৌরসভার মেয়রকে ফুলেল শুভেচ্ছা [ প্রকাশকাল : ০৯ মার্চ ২০২২ ০৬.৪০ অপরাহ্ন]
-
আঁধার ঘরে চাঁদের আলো [ প্রকাশকাল : ৩০ ডিসেম্বর ২০২১ ০৮.১১ অপরাহ্ন]
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২১ ০৭.০০ অপরাহ্ন]
-
পীরের নির্দেশে ২০ বছর জুতা ছাড়া জয়নাল [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০২১ ০৫.০৬ অপরাহ্ন]
-
স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান [ প্রকাশকাল : ২৭ অক্টোবর ২০২১ ০৫.১০ অপরাহ্ন]
-
ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসা দায়িত্ব নিলেন ইউপি সদস্য [ প্রকাশকাল : ১৮ অক্টোবর ২০২১ ০৪.০০ অপরাহ্ন]
-
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার মান্নান মিয়া [ প্রকাশকাল : ১১ অক্টোবর ২০২১ ০৫.৩৭ অপরাহ্ন]
-
শেরে-বাংলা স্মৃতি পদক পেলেন মনপুরার আবদুল বাছেত [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২১ ১২.০৭ অপরাহ্ন]
-
পরকীয়ার অবসান চাচীকে বিয়ে করলেন আওয়ামী লীগ নেতা [ প্রকাশকাল : ২৫ আগস্ট ২০২১ ০৪.০০ অপরাহ্ন]
-
প্রকাশতি সংবাদরে প্রতবিাদ জানিয়েছেনে ইয়াসনি মজবিুর [ প্রকাশকাল : ১১ আগস্ট ২০২১ ০৪.৪৬ অপরাহ্ন]
-
একটি হারানো বিজ্ঞপ্তি [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২১ ০৬.২০ অপরাহ্ন]
-
নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার [ প্রকাশকাল : ৩১ জুলাই ২০২১ ০৮.৩৮ পুর্বাহ্ন]