তারিখ : ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সিরাজগঞ্জে বঙ্গমাতা'র জন্মবার্ষিকী অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বঙ্গমাতা'র ৯২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত  
[ভালুকা ডট কম : ০৮ আগস্ট]
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে - বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালন করা হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকাল ৯টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে - জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মুখে - বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণের পর সোয়া ৯ টায় দিবসের তাৎপর্য নিয়ে  শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত করা হয়।

জেলা প্রশাসক ড.  ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ (সদর- কামারখন্দ)  আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে - অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত বিদায়ী পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ মনির হোসেন, জেলা ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়,  জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, সাধারণ স¤পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, বীরমুক্তিযোদ্ধা  হাজী ইসহাক আলী, গাজী  সোরহাব আলী,  গাজী ফজলুর রহমান, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন,  সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ স¤পাদক অধ্যাপিকা হাসনা হেনা,বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহার আলী,গাজী শফিকুল ইসলাম  গাজী ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ,  এলজিইডির নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর,  জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মূ ফারুক আহম্মেদ,  জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, উপ- পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের - উপপরিচালক কানিজ ফাতেমা,  সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মোঃ নুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।  আলোচনা সভা  শেষে সিরাজগঞ্জের  ৯ জন  অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা সহ ৩০ জন অসচ্ছল ব্যক্তিকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে সকাল ১০ টা হতে বেলা ১২ টা পর্যন্ত শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে - মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন হতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে এতে ভার্চ্যুয়ালি উপরোক্ত সিরাজগঞ্জের  অতিথিবৃন্দরা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা, বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ,  বীরমুক্তিযোদ্ধারা, রাজনৈতিকনেতৃবৃন্দরা  , সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা,  সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান  থেকে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী মমতাময়ী নারী  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মজীবনী ভার্চ্যুয়ালের মাধ্যমে  দেখানো  হয়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শুভ জন্মদিন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই