বিস্তারিত বিষয়
পত্নীতলায় আদিবাসীদের কারাম উৎসব পালিত
নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত
[ভালুকা ডট কম : ১০ সেপ্টেম্বর]
নওগাঁয় পত্নীতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) ধর্মীয় প্রধান অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব।বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে।
পত্নীতলা উপজেলার আদিবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার দিনব্যাপী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (নজিপুর পাবলিক মাঠে) ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করা হয়। এসম উপজেলার বিভিন্ন এলাকা সহ জেলা ও জেলার বাহির থেকে আগত আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন।
ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এতে বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার সম্প্রদায়ের সাংস্কৃতিক সংগঠন গুলোর প্রায় ২৫ টি দল নাচ গান পরিবেশন করে নিজস্ব কৃষ্টি কালচার তুলে ধরেন। এসময় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ আদিবাসী সাংস্কৃতির বিভন্ন স্টল পরিদর্শন ও নাচ গান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, কারিতাস রাজশাহী অঞ্চলের ডিএম দিপক এককা, আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেফ, সুজিত পাহান, বিশ্বনাথ, ঐতিহাসিক কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলন মেলা উদ্যাপন কমিটির সাঃসম্পাদক মিঃ ইগ্রেসিউশ (আনন্দ) সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রমূখ।
জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেন পাহান বলেন, প্রতি বছরই কারাম উৎসব করা হয়ে থাকে। এ উৎসবে সহদ্বর দুই ভাই ধর্মা ও কর্মা’র জীবনী তুলে ধরা হয়। এতে করে আমাদের সংসারে অভাব-অনটন দূর হয়ে যায়। বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা হয়। এই বিশ্বাস থেকে বংশপরমপরায় এই কারাম ডাল পূজা করে আসা হচ্ছে।
আদিবাসি যুব পরিষদ পত্নীতলার সভাপতি পরেশ টুডু বলেন, এ উৎসবের মূল উদ্দেশ্য আদিবাসিদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সারাদেশে আদিবাসিদের উপর অত্যাচার, উৎচ্ছেদ, নির্যাতন ও দাবি আদায়ের লক্ষ্যে সঙ্গবদ্ধ করা। আদিবাসীদের ভাষা ও সংষ্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা রক্ষার্থে সরকারি ভাবে এগিয়ে আসা প্রয়োজন মনে করেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ
- নওগাঁর শিশুরা উপহার পেলো শিশু পার্ক [ প্রকাশকাল : ১৯ মার্চ ২০২৪ ০১.৩১ অপরাহ্ন]
- মদনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান [ প্রকাশকাল : ০৪ মার্চ ২০২৪ ০৭.৪০ অপরাহ্ন]
- রাণীনগর দিনব্যাপী কৈশোর মেলা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০২৪ ০৩.২৪ অপরাহ্ন]
- নওগাঁয় মানবাধিকার নাট্য উৎসব অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৬ ডিসেম্বর ২০২৩ ০৭.১০ অপরাহ্ন]
- নেতাকর্মীদের নিয়ে মুজিব ছবি দেখলেন নেতা [ প্রকাশকাল : ১৪ অক্টোবর ২০২৩ ০১.০২ অপরাহ্ন]
- নওগাঁয় ডিসির নির্দেশে চলছে অশ্লিল যাত্রাপালা [ প্রকাশকাল : ১৫ জুন ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
- বেনাপোলে বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
- পত্নীতলায় আদিবাসীদের কারাম উৎসব পালিত [ প্রকাশকাল : ১০ সেপ্টেম্বর ২০২২ ০৭.২০ অপরাহ্ন]
- যশোরের মণিহারে উপছে পড়া দর্শক [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
- শিশুবান্ধব করা হচ্ছে রাণীনগর শিশু পার্ক [ প্রকাশকাল : ০৪ আগস্ট ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
- নওগাঁয় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন [ প্রকাশকাল : ১৮ মে ২০২২ ০৪.৫০ অপরাহ্ন]
- নওগাঁর দর্শনীয় স্থানে চলাচল করছে ট্যুরিষ্ট বাস [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
- পর্যটকদের পদচারনায় মুখরিত পাহাড়পুর বৌদ্ধবিহার [ প্রকাশকাল : ০৬ মে ২০২২ ০২.০০ অপরাহ্ন]
- যাত্রা শুরু করলো ট্যুরিষ্ট বাস “ভ্রমণ বিলাস” [ প্রকাশকাল : ০৪ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
- নওগাঁবাসীর জন্য ব্যতিক্রমী ঈদ উপহার [ প্রকাশকাল : ০২ মে ২০২২ ০৫.০৭ অপরাহ্ন]