বিস্তারিত বিষয়
মিথ্যে খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁর জাতীয় উদ্যান আলতাদীঘির জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণের মিথ্যে খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ২১ আগস্ট]
নওগাঁর জাতীয় উদ্যান আলতাদীঘির জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণ করেছে ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলম এমন শিরোনামে ডিবিসি টেলিভিশন চ্যানেল মিথ্যে খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান।
রবিবার (২১আগস্ট) নওগাঁ শহরস্থ ফ্রেন্ডস মিডিয়া হাউজে এ সম্মেলন করেন নওগাঁর ধামুইরহাট উপজেলার ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলম। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠন সোসাল মিডিয়ায় এবং বিভিন্ন উপায়ে এ খবরের প্রতিবাদ জানিয়ে আসছিল।
নওগাঁর ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এটিএম বদিউল আলমের বিরুদ্ধে আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণের অভিযোগ তুলে মিথ্যা, বানোয়াট ও ভূয়া খবর প্রকাশ ও প্রচার করেছিল ডিবিসি টেলিভিশন চ্যানেল। কাল্পনিক এই প্রতিবেদনের স্থানীয় প্রতিবেদক ছিলেন টেলিভিশন চ্যানেলটির নওগাঁ প্রতিনিধি আব্দুল কাদের সাজু বা একে সাজু।
সংবাদ সম্মেলনে ধামুইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম লিখিত বক্তব্যে বলেন, ‘গত শুক্রবার (১৯ আগস্ট) ডিবিসি টেলিভিশন চ্যানেলে আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে ইমারতসহ চাতাল নির্মাণের অভিযোগ তুলে যে সংবাদটি প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই জমির সাথে আমার বা আমার পরিবারে কোন প্রকার সম্পৃক্তা নেই। আলতাদিঘী জাতীয় উদ্যানের জমি দখল করে আমি ইমারতসহ চাতাল বা কোন প্রকার স্থাপনা নির্মাণ করিনি। আমার জানা মতে হালতক খাজনা পরিশোধকারী সিএস,এসএ এবং আরএস খতিয়ান সূত্রে জমিটির মালিক জনৈক জফির উদ্দিন। তিনি আমার পিতা, সন্তান কিংবা শশুড়ও নন।
তিনি বলেন,জমিটি আলতাদিঘী থেকে ৪ কিঃমিঃ দুরে ধামুইরহাট পৌরসভার মধ্যে অবস্থিত। রাস্তা সংলগ্ন এই স্থাপনার উত্তর-দক্ষিন এবং পশ্চিমে বেশকিছু পরিবারের ঘরবাড়ি এবং বসতভিটা রয়েছে। বন বিভাগের সাথে জমি নিয়ে আমার কোন প্রকার মামলা বা বিরোধ নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। আমার বিরুদ্ধে ডিবিসি টেলিভিশন চ্যানেলে এ ধরনের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত। এ জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ মানুষকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এমন তথ্যবিহীন সংবাদ পরিবেশন থেকে দেশের সকল গনমাধ্যমকর্মীদের প্রতি আমি বিশেষ ভাবে অনুরোধ করছি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ
- সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা [ প্রকাশকাল : ১৬ এপ্রিল ২০২৪ ১২.১০ অপরাহ্ন]
- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অসদাচরণ [ প্রকাশকাল : ০১ ফেব্রুয়ারী ২০২৪ ০১.০৯ অপরাহ্ন]
- নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ১৩ আগস্ট ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
- নওগাঁয় শতাধিক ভ’মিহীন-গৃহহীনরা ঘর পাচ্ছে [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
- রাণীনগরে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ২১ জুলাই ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
- নওগাঁয় ক্ষমা চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ২০ জুলাই ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
- প্রেস ক্লাব রাণীনগরের কমিটি গঠন [ প্রকাশকাল : ০৭ এপ্রিল ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- ভুক্তভোগী জমির মালিকের সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ২৭ মার্চ ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
- বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পেলেন রানা [ প্রকাশকাল : ০৬ মার্চ ২০২৩ ০৭.১০ অপরাহ্ন]
- নান্দাইলে নিরীহ পরিবারের সাংবাদিক সম্মেলন [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৭.০৪ অপরাহ্ন]
- মিথ্যে খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ২১ আগস্ট ২০২২ ০৭.০০ পুর্বাহ্ন]
- নান্দাইলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
- নান্দাইলে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ৩০ জুন ২০২২ ০৫.৩৫ অপরাহ্ন]
- পত্নীতলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি [ প্রকাশকাল : ১৪ জুন ২০২২ ০৬.০৮ অপরাহ্ন]
- নান্দাইলে ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত [ প্রকাশকাল : ০৪ জুন ২০২২ ০৪.০৮ অপরাহ্ন]