বিস্তারিত বিষয়
রাণীনগরে সরকারের ঘরে ধান দেয়নি কৃষকরা
আমন মৌসুমে রাণীনগরে সরকারের ঘরে এক কেজি ধানও দেয়নি কৃষকরা
[ভালুকা ডট কম : ১৭ মার্চ]
নওগাঁর রাণীনগরে শেষ হওয়া আমন মৌসুমে সরকারী গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কোন কৃষক। এতে করে সরকারী ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নীল থাকলেও শাস্তি থেকে বাঁচতে মিলাররা লোকসান গুনে চাল দিয়েছেন গুদামে।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে যে, সম্প্রতি শেষ হওয়া আমন মৌসুমে সরকারী ভাবে রাণীনগর উপজেলায় ৩০টাকা কেজিতে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় ৭৬০মেট্টিক টন। কিন্তু মৌসুম শেষ হলেও এক কেজি ধান সরকারের গুদামে দেয়নি উপজেলার কোন কৃষক। অপরদিকে সরকারী ভাবে ৪৪টাকা কেজিতে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় ১৩৮৩মেট্টিক টন যার পুরোটাই অর্জিত হয়েছে।
উপজেলার সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক আহমেদ জানান যে, সরকারী গুদামে ধান দেয়া বড়ই ঝামেলা। গুদামে ধান নিয়ে গেলে তাপমাত্রা দেখে, ধান শুকানো ভালো না মন্দ হয়েছে অর্থাৎ সমস্যার শেষ থাকে না। ধান দেওয়ার পর আবার সেই টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে এ্যাকাউন্ট খুলে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে টাকা নিতে হয়। এতে করে সময় যেমন নষ্ট হয় তেমনি ভাবে অনেক ঝামেলা পোহাতে হয়। অর্থাৎ গুদামে ধান দিলে হয়রানীর শেষ নেই। এছাড়া সরকার তো মোটা ধানের দাম হিসেব করে দাম নির্ধারণ করে দেয় কিন্তু আমরা বেশির ভাগ জমিতে চাষ করি চিকন ধান। এছাড়া আমরা খোলাবাজারে কোন ঝামেলা ছাড়াই বেশি দামে ধান বিক্রি করে নগদ টাকা পাই তাই গুদামে ধান দেই না।
উপজেলার মেসার্স মায়ের দোয়া চাউল কলের মালিক আব্দুর রাজ্জাক জানান লাইসেন্স বাঁচাতে আমরা মিলাররা বাধ্য হচ্ছি সরকারের সঙ্গে চুক্তি করতে। তাই প্রতি মৌসুমে খোলা বাজার থেকে বেশি দামে ধান কিনে তা চাল করে লোকসান দিয়ে সরকারের গুদামে চাল দিচ্ছি। উপজেলা পর্যায়ে আমরা ছোট ছোট মিলাররাই লোকসান দিয়ে সরকারের ঘরে চাল দিয়ে সংকট থেকে সরকারকে রক্ষা করে আসছি অথচ সরকারের সকল সুযোগ-সুবিধা পাচ্ছে বড় বড় অটোমিল মালিকরা। আজ লোকসান দিতে দিতে উপজেলার শতাধিক ছোট ছোট চাতাল বন্ধ হয়ে গেছে। অনেক মিল মালিকরা সর্বশান্ত হয়ে পথে বসেছে। তবুও আমাদের প্রতি সরকারের কোন সুদৃষ্টি নেই। কিছু একটা করতে হবে তাই আমরা হাতে গোনা কয়েকজন মিল মালিকরা আজোও ব্যবসাটাকে ধরে রেখেছি। এই রকম লোকসান চলতে থাকলে এক সময় সরকারের গুদামে কেউ আর চাল দিবে না বলে আশঙ্কা প্রকাশ করেন এই ব্যবসায়ী।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন বলেন আমরা প্রতি মৌসুমে গুদামে ধান দেওয়ার জন্য কৃষকদের নানা ভাবে উদ্বুদ্ধ করে আসছি। অপরদিকে উপজেলায় দিন দিন মোটা ধানের চাষ কমে যাচ্ছে। এছাড়া খোলা বাজারে কৃষকরা কোন ঝামেলা ছাড়াই সরকারী দামের চেয়ে বেশি দামে নগদ টাকায় ধান বিক্রি করতে পারার কারণে কৃষকরা গুদাম বিমুখ। তবে আগামীতে যেন এমন আর না হয় সেই বিষয়ে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষকদের গুদামে ধান দিতে উদ্বুদ্ধ করার কর্মসূচি গ্রহণ করবো।
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
- InshaAllah we will meet again [ প্রকাশকাল : ০২ জুন ২০২৪ ০২.০০ পুর্বাহ্ন]
- রাণীনগরে সরকারের ঘরে ধান দেয়নি কৃষকরা [ প্রকাশকাল : ১৭ মার্চ ২০২৪ ০১.০৮ অপরাহ্ন]
- রাণীনগরে দামী মসলা জিরার বাম্পার ফলন [ প্রকাশকাল : ১৩ মার্চ ২০২৪ ০২.০০ অপরাহ্ন]
- রাণীনগরে চলছে কৃষি জমিতে পুকুর খনন [ প্রকাশকাল : ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৮.০০ অপরাহ্ন]
- তজুমদ্দিনে ধানের চারা রোপন কাজের উদ্বোধন [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০২৪ ০২.০০ অপরাহ্ন]
- যন্ত্রে ধানগাছ রোপণ করছে রাণীনগরের কৃষক [ প্রকাশকাল : ২৬ জানুয়ারী ২০২৪ ০৪.০০ অপরাহ্ন]
- কালিয়াকৈরে মাছ চাষে ফিশারিজের সফলতা [ প্রকাশকাল : ০৯ জানুয়ারী ২০২৪ ০২.০০ অপরাহ্ন]
- রাণীনগরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ [ প্রকাশকাল : ০২ জানুয়ারী ২০২৪ ০৩.০০ অপরাহ্ন]
- রাণীনগরে বিনামূল্যে সবজির বীজ বিতরণ [ প্রকাশকাল : ২৮ ডিসেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২৫ ডিসেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
- নওগাঁর মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল [ প্রকাশকাল : ০৪ ডিসেম্বর ২০২৩ ০৭.৩১ অপরাহ্ন]
- রাণীনগরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২২ নভেম্বর ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
- নান্দাইলে নগদ অর্থ ও উপকরণ বিতরণ [ প্রকাশকাল : ২০ নভেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
- রাণীনগরে জি-৯ কলা চাষে সাড়া ফেলেছে সুফলা [ প্রকাশকাল : ১৯ নভেম্বর ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
- রাণীনগরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ [ প্রকাশকাল : ০৫ নভেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]