তারিখ : ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চেইন্দা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে কলাতলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

চেইন্দা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে কলাতলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
[ভালুকা ডট কম : ১০ মে]
বৃহত্তর চেইন্দা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেইন্দা ব্রাদার হুডকে ৮ রানে হারিয়ে কলাতলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।  শনিবার বিকালে বৃহত্তর চেইন্দা যুব উন্নয়ন সমবায় সমিতি আয়োজিত চেইন্দা স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুরুতে টসে জিতে কলাতলী ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান করে।

কলাতলী ক্রিকেট একাদশের পক্ষে হাবিব সবোর্চ্চ ৬২ রান করেন এবং ব্রাদ্রার হুড়ের পক্ষে ৪ ওভারের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে নেন আজিজ। ১৩২ রানের জয়ের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চেইন্দা ব্রাদার হুড ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। যার ফলে কলাতলী ক্রিকেট একাদশ ৮ রানে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে। চেইন্দা ব্রাদার হুড একাদশের পক্ষে গোলাপ সর্বোচ্চ ৬২ রান করেন, কলাতলী একাদশের মাসউদ ৪ ওভারে ৩ উইকেট লাভ করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত কলাতলী একাদশের ছোটন এবং টুর্নামেন্টের ম্যান অব সিরিজ নির্বাচিত হন চেইন্দা বাদার হুড একাদশের শওকত।  

খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাম্পার জাহেদুর রহমান শামীম ও সাজ্জাদ হোসেন সাজ্জাদ। ১৫ এপ্যিল থেকে ১৬টি দলের সমন্বয়ে শুরু হওয়া শনিবারের ফাইনাল খেলা উদ্বোধন করেন চ্যাইল্যাতলী এ কে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ,কেন্দ্রিয় বিএনপি নেতা ও সাবেক সাংসদ লুৎফর রহমান পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

বিজিসি ট্রাস্ট ইউনির্ভার্সিটির অধ্যাপক সরওয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে ও কলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, মোর্শেদুল আরেফিন তাইফ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সেক্রেটারি এপ্রেক্সিয়ান জামাল হোসেন চৌধুরী,  লিয়াকত আলী খান, জাপমাসো চেয়ারম্যান ছৈয়দ উল্লাহ আজাদ, আলী আকবর হোসেন, আমান উল্লাহ, রামু কলেজের সাবেক অধ্যাপক দেলেয়ার আলম চৌধুরী, শাহজাদা মামুন চৌধুরী, পানের ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মমতাজ উদ্দিন আহমদ, শেখ আবদুল্লাহ, বৃহত্তর চেইন্দা যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নুরুল আজিম, মো. আমিন, শাহাবুদ্দিন, জসিম, আবদুল্লাহ, ইমাম উদ্দিন, কুতুব উদ্দিন টিপু, ছৈয়দ আলম, আমান উল্লাহ, তৌহিদুল আলম, আবুল হাশেম, দেলোওয়ার, সাইদ হোসেন আকাশ প্রমুখ।





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৯৩৯১ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই